ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

শিক্ষা

ঈদের ছুটিতে ১২ দিন বন্ধ থাকবে ইবির হল

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৫, এপ্রিল ১২, ২০২৩
ঈদের ছুটিতে ১২ দিন বন্ধ থাকবে ইবির হল ছবি: সংগৃহীত

ইবি: ঈদ-উল-ফিতরের ছুটিতে ১২ দিন বন্ধ থাকবে ইসলামী বিশ্বদ্যিালয়ের (ইবি) আবাসিক হলগুলো। ইতোমধ্যে হলগুলো বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

 

সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছুটি শেষে আগামী ২৯ এপ্রিল সকাল ১০টায় হলগুলো খুলে দেওয়া হবে।

বুধবার (১২ এপ্রিল) প্রভোস্ট কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে ১৭ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দাফতরিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। যতদিন দাফতরিক কার্যক্রম বন্ধ ঠিক ততদিনই আবাসিক হলগুলো বন্ধ থাকছে। এর আগে ২৩ মার্চ থেকে ১ মে পর্যন্ত টানা ৪০ দিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।