ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

রাজশাহীতে অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তি শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, মে ১৩, ২০১২

রাজশাহী: রাজশাহীতে উচ্চ মাধ্যমিকে একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে শনিবার।

তবে টেলিটক প্রি-পেইড অপারেটর মাধ্যম ছাড়াও এবারই প্রথম অনলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে।



২০১২-২০১৩ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীরা আগামী ৬ জুন পর্যন্ত আবেদন করতে পারবে। তবে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের জন্য যারা আবেদন করেছে, ফলাফল পরিবর্তন হলে তাদের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন পাঠানোর শেষ তারিখ আগামী ১৪ জুন।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস.এম আবু হুরাইরা বাংলানিউজকে জানান, আগামী সপ্তাহে এসএসসির টেবুলেশনশিট সংশ্লিষ্ট স্কুলগুলোতে পাঠানো হবে।

পরের সপ্তাহে বোর্ডের মূল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট পাবে শিক্ষার্থীরা। এছাড়া শিক্ষার্থীরা এবার অনলাইনে অথবা মোবাইল ফোনের এসএমএস এর মাধ্যমে জিপিএ নম্বর জেনে নিতে পারবে। যেসব কলেজের শিক্ষার্থীর সংখ্যা ৬শ‘র অধিক তারাই অনলাইনে ভর্তি হতে পারবে।
 
রাজশাহী শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আনোয়ারুল হক বাংলানিউজকে জানান, এ সংক্রান্ত সব ধরণের নির্দেশনা www.educationboard.gov.bd ওয়েব সাইটে আজ সন্ধ্যার পর থেকে জানানো হবে। আজ ভর্তির নীতিমালা পাওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন।

প্রসঙ্গত, ভর্তি প্রক্রিয়া শেষে আগামি ১ জুলাই ক্লাস শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, মে ১৩, ২০১২

শরীফ সুমন/শাফিক নেওয়াজ সোহান, নিউজরুমু এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।