ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

দাবি না মানলে ২২ মে থেকে পলিটেকনিক শিক্ষকদের কর্মবিরতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১২
দাবি না মানলে ২২ মে থেকে পলিটেকনিক শিক্ষকদের কর্মবিরতি

ঢাকা: প্রস্তাবিত ৮ দফা দাবি মানা না হলে ২২ মে থেকে অবিরাম কর্মবিরতিতে যাবে পলিটেকনিক শিক্ষকরা।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সোমবার সকাল ১১টায় বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি (বাপশিস) ও বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক পরিষদের (বাপশিপ) যৌথ আয়োজনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।



সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাপশিস সভাপতি মো. ইদ্রিস আলী।

লিখিত বক্তব্যে বলা হয়, প্রতিটি সরকার বিভিন্ন সময় কারিগরি শিক্ষার কথা বলে কিন্তু বাস্তবে এ শিক্ষাই সবচেয়ে বেশি অবহেলিত।

শতকরা ৫০ থেকে ৮০ ভাগ শিক্ষক পদ খালি রেখেই এ শিক্ষাব্যবস্থায় দ্বিতীয় শিফট প্রোগ্রাম চালু করা হচ্ছে। ফলে শিক্ষার মান ও শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত হচ্ছে।

অন্যদের মধ্যে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাপশিপ সভাপতি ফকির মো. আবদুল মান্নান, সহ-সভাপতি মোস্তফা হোসেন, সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র শিকদার, বাপশিস সহ-সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক তরুণ কুমার নাথ।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১২

এসকেএস/সম্পাদনা: নজরুল ইসলাম ও ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।