ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

ময়মনসিংহে এসএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ৬০ শিক্ষার্থী উত্তীর্ণ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
ময়মনসিংহে এসএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ৬০ শিক্ষার্থী উত্তীর্ণ 

ময়মনসিংহ: ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ৩৬৪ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ‍্যে অকৃকার্য থেকে উত্তীর্ণ হয়েছে ৬০ জন।

এছাড়াও ৫ জন পেয়েছে জিপিএ-৫। সেই সঙ্গে গ্রেড পরিবর্তন হয়েছে ৩০৪ জনের।  

শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য ১৭ হাজার ৩২৯ জন শিক্ষার্থী আবেদন করলে ৩৬৪ জন পরীক্ষার্থী ফল পরিবর্তন হয়। এদের মধ্যে ফেল থেকে পাস করেছে ৬০ জন। গ্রেড পরিবর্তন হয়েছে ৩০৪ জনের।  

সূত্র জানায়, ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার শতকরা ৮৯ দশমিক ০২ শতাংশ। এই বছর ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এক হাজার ৩০৩টি প্রতিষ্ঠানের এক লাখ ৯ হাজার ৯৫২ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯৭ হাজার ৮৮২ জন। জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ২১৬ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১৩ হাজার ৯৩৭, মানবিক বিভাগে ১ হাজার ৩৭ এবং ব্যবসা শিক্ষা বিভাগের ২৪২ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।