ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

কলেজ ভবনে অসামাজিক কার্যকলাপ, আটক ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
কলেজ ভবনে অসামাজিক কার্যকলাপ, আটক ৫ প্রতীকী ছবি

গাজীপুরঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় একটি কলেজ ভবনে অসামাজিক কার্যকলাপের অভিযোগে পাঁচ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নেত্রকোনার তারা মিয়া (৩২), একই জেলার মিশু ওরফে পাখি (১৭), টাঙ্গাইলের জয় শীল (২০), একই জেলার হোসনেয়ারা (৩০) ও রাজবাড়ীর কাকলী (২৫)। তারা সবাই গাজীপুরের শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় বাসা ভাড়া থাকে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় একটি ৭তলা ভবনে কলেজ, বাসা ও মার্কেট রয়েছে। ভবনটির ৪ ও ৫ তলায় কলেজ এবং অন্যান্য ফ্লোরে বাসা এবং মার্কেট। ভবনের ৭ তলায় চলতো অসামাজিক কার্যকলাপ। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই ভবনে অভিযান চালায়। এসময় পাঁচ জনকে আটক করা হয়। এরমধ্যে তিনজন নারী ও দু’জন পুরুষ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিককে থানায় নেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সজিব হাসান বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২৩২৫, ডিসেম্বর ১৫, ২০২২
আরএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।