ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে বাধা নেই টেলিটকের

এসএম গোলাম সামদানী, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১০
পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে বাধা নেই টেলিটকের

ঢাকা: অবশেষে লাভের মুখ দেখলো দেশের একমাত্র সরকারি টেলিকম সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটক বাংলাদেশ লিমিটেড।

টানা ৪ বছর লোকসানে থাকার পর ৫ম বছরে ২০০৯-১০ অর্থ বছরে টেলিটক ৬ কোটি ৭৭ লাখ টাকা লাভ করেছে।



৫ম বছরে এসে লাভের মুখ দেখায় পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে টেলিটক-এর আর কোনো বড় ধরনের বাধা থাকবে না।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আইন অনুযায়ী, কোনো কোম্পানি পুঁজিবাজারে তালিকভুক্ত হতে হলে তাকে লাভজনক অবস্থায় থাকতে হবে। আর এ শর্তের ফলে টেলিকমিউনিকেশন ৬ কোম্পানির মধ্যে একমাত্র গ্রামীণফোন ছাড়া অন্য কোনো মোবাইল ফোন কোম্পানি এখনো পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে পারেনি।

২০০৯-১০ সালের টেলিটকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটি প্রথমবারের মতো লাভের মুখ দেখায় পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রে একধাপ এগিয়ে গেল।  

ইতোমধ্যে, টেলিটক ২০০৯-১০ আর্থিক প্রতিবেদনে তাদের নেটওয়ার্ক আরো বিস্তৃত করতে অর্থ সংগ্রহ করার বেশ কয়েকটি সুপারিশ করেছে। এ সব সুপারিশের মধ্যে অন্যতম হলো, পুঁজিবাজারে শেয়ার অথবা ডিবেঞ্চার ছেড়ে মূলধন বাড়িয়ে নতুন নতুন প্রকল্প গ্রহণ করা।

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. মুজিবুর রহমান বাংলানিউজকে জানান, বর্তমানে দেশের ২৫টি দুর্গম পার্বত্য উপজেলাসহ ৪শটি উপজেলায় টেলিটকের নেটওয়ার্ক বিস্তৃত রয়েছে। এছাড়াও টেলিটক নতুন একটি প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্পটি ২০১০-১১ অর্থ বছরের মধ্যে সম্পন্ন হবে। এ প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের ৪শ ৪৮টি উপজেলা টেলিটকের নেটওয়ার্কের আওতায় চলে আসবে।   আর এসব প্রকল্প বাস্তবায়ন করার জন্য পুঁজিবাজার হতে অর্থ সংগ্রহ করার কোনো বিকল্প নেই।     

উল্লেখ্য, ২০০৫ সালের ৩১ মার্চ টেলিটক বার্ণিজ্যিকভাবে কার্যক্রম শুরু করে। বর্তমানে কোম্পানিটির অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা এবং এর গ্রাহক সংখ্যা ১২ লাখে উন্নীত হয়েছে।

স্থানীয় সময়: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।