ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

কৃষিপণ্য আমদানি-রপ্তানিতে দুই দেশই লাভবান হতে পারে: মিয়ানমারের উপমন্ত্রী

আবুল হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১০
কৃষিপণ্য আমদানি-রপ্তানিতে দুই দেশই লাভবান হতে পারে: মিয়ানমারের উপমন্ত্রী

গাজীপুর: মিয়ানমারের সফররত বাণিজ্য উপমন্ত্রী অং টুন বলেছেন, কৃষিবীজ এবং সার আমদানি-রপ্তানির মাধ্যমে দুই দেশই লাভবান হতে পারে।

বৃহস্পতিবার গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।



দেশের বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবিত তথ্য ও প্রযুক্তি এবং কৃষিপণ্য বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে আমদানি-রপ্তানি বৃদ্ধির লক্ষে তার এ সফর বলে জানিয়েছেন তিনি।

সফরকারী দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের কৃষি মাঠ পরিদর্শন শেষে শিক্ষকদের সঙ্গে সফররত মন্ত্রী সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। এসময় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও মাঠপর্যায়ের কর্মকাণ্ড সম্পর্কে অতিথিদের ধারণা দেয়া হয়।

পরে তাঁকে বিশ্ববিদ্যালয়ের প্রসপেক্টাস দেওয়া হয়। মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল অনুপ কুমার চাকমা এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।