ঢাকা, রবিবার, ৩ কার্তিক ১৪৩২, ১৯ অক্টোবর ২০২৫, ২৬ রবিউস সানি ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

নওগাঁয় কেজিতে ১২ টাকা বেড়েছে পেঁয়াজের দাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৮, অক্টোবর ৪, ২০২১
নওগাঁয় কেজিতে ১২ টাকা বেড়েছে পেঁয়াজের দাম

নওগাঁ: নওগাঁয় পাঁচ দিনের ব্যবধানে বেড়েছে সব জাতের পেঁয়াজের দাম। প্রকার ভেদে ভারতীয় পেঁয়াজ কেজিতে ১২ টাকা এবং দেশি পেঁয়াজ ৬ টাকা বেশিতে বিক্রি হচ্ছে।

সোমবার (০৪ অক্টোবর) নওগাঁর পাইকারি বাজার ঘুরে দেখা যায়, দেশি জাতের পেঁয়াজ গত পাঁচ দিন আগে বিক্রি হয়েছে ৪৪ টাকা কেজিতে, যা বর্তমানে বিক্রি হচ্ছে ৫০ টাকায়। অন্যদিকে ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৪ টাকা কেজিতে যা বর্তমানে বিক্রি হচ্ছে ৪৬ টাকা কেজি।

এদিকে হঠাৎ দাম বাড়ায় পেঁয়াজ কিনতে এসে বিপাকে পড়েছেন ক্রেতারা, বলছেন হঠাৎ করে পেঁয়াজের এমন দাম অপ্রত্যাশিত। এখনই যদি দাম নিয়ন্ত্রণ করা যায় তাহলে সামনে দিনে সাধারণ মানুষের চরম বিপাকে পড়তে হবে।

নওগাঁর পাইকারি ব্যবসায়ী বিপদ সরকার জানান, নাটোর এবং পাবনার মোকামগুলোতে পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে যাওয়াও বেশি দামে কিনতে হচ্ছে তাদের। ফলে পাইকারি বাজারেও বিক্রি করতে হচ্ছে বেশি দামে।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।