ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

নতুন নামে বাংলাবান্ধা স্থলবন্দর ব্যবসায়ীদের নতুন কমিটি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, জুন ১৬, ২০২১
নতুন নামে বাংলাবান্ধা স্থলবন্দর ব্যবসায়ীদের নতুন কমিটি 

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠন করা হয়েছে। বিলুপ্ত কমিটির নাম পরিবর্তন করে পূর্ণাঙ্গভাবে নতুন নাম "বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপ’ ঘোষণা করা হয়েছে।

 

বুধবার (১৬ জুন) দুপুরে নবগঠিত কমিটির উদ্যোগে ডাকবাংলোয় অবস্থিত বেরং কমপ্লেক্সে ভবনে নতুন কমিটি ও সম্ভাবনাময় ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ব্যবসায়ীরা।  

মতবিনিময় সভায় বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি বাংলাদেশ কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, সাধারণ সম্পাদক বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলনসহ ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।  

সভায় বক্তারা জানান, গত ৯ জুন বাংলাবান্ধায় অবস্থিত জেলা পরিষদ ডাকবাংলোতে অনুষ্ঠিত সাধারণ সভায় পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন নাম ও পুরনো কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে নতুন কমিটি করে এ সংগঠনের নাম রাখা হয় বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপ। পরে সভায় সাংবাদিকদের মাধ্যমে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বন্দরের সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন।  

সভায় সাংবাদিকরা বন্দরের অনিয়ম দুর্নীতিসহ করোনার এ সময়ে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনার জন্য নতুন কমিটিকে অনুরোধ করেন। একই সঙ্গে নতুন সংগঠনের সদস্যরা বন্দরের সব কার্যক্রম পরিচালনার উন্নয়ন ও সম্ভাবনার তথ্য দিতে সহযোগিতা করবেন- এমনটি প্রত্যাশা সাংবাদিকদের।

সবশেষে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন বক্তারা।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, জুন ১৬, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।