ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

নতুন ই-কমার্স সাইট ‘ধামাকা ডিজিটাল’, মিলবে সব পণ্য

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, জুলাই ৯, ২০২০
নতুন ই-কমার্স সাইট ‘ধামাকা ডিজিটাল’, মিলবে সব পণ্য ‘ধামাকা ডিজিটাল’র যাত্রা শুরু

ঢাকা: সব পণ্যের সমাহার নিয়ে অনলাইন জগতে যাত্রা শুরু করেছে নতুন ই-কমার্স সাইট ‘ধামাকা ডিজিটাল’।

কোভিড-১৯ মহামারির কথা বিবেচনা করে প্রতিষ্ঠানটি সব পণ্যকেও এক ছাদের নিচে আনার জন্য কাজ করছে।

এমনকি কোরবানির পশুও এই সাইট থেকে নিতে পারবেন গ্রাহকরা।

'গুণ, মান ও দামে সেরা পণ্য' স্লোগান নিয়ে সম্প্রতি যাত্রা শুরু করেছে ‘ধামাকা ডিজিটাল’।

বুধবার (৮ জুলাই) পাঠানোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এস এম জসীম উদ্দিন চিশতি বলেন, আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির পণ্যের বিক্রেতাদের একই ছাদের নিচে নিয়ে আসা। যাতে ক্রেতারা সহজেই তাদের কাঙ্ক্ষিত পণ্য খুঁজে নিতে পারেন। এখানে ক্রেতারা শুধু তাদের পছন্দের পণ্যটি অর্ডার করবেন। অর্ডার শেষে দক্ষ ডেলেভারি টিম দ্রুততম সময়ের মধ্যে পণ্য পৌঁছে দিবে গ্রাহকের দরজায়।

এই ই-কমার্স সাইটে লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থাও রয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। যার মাধ্যমে দেখে শুনে পণ্য অর্ডার করার সুবিধা পাওয়া যাবে। এতে এড়ানো যাবে যেকোনো ধরনের প্রতারণা।

বাংলাদেশ সময়: ০১১৩ ঘণ্টা, জুলাই ০৯, ২০২০
ইইউডি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।