ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জুলাই ৮, ২০২০
পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে ডিএসই ও সিএসই

ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৮ জুলাই) পুঁজিবাজারে সূচক বেড়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।

ডিএসই সিএসই সূত্রে তথ্য জানা গেছে।

জানা গেছে, বুধবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩২ পয়েন্ট বেড়ে চার হাজার ৩৪ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইর শরীয়াহ সূচক পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ৯২৮ ১৩৫৭ পয়েন্টে অবস্থান করছে।

বুধবার ডিএসইতে ২৩১ কোটি লাখ টাকার শেয়ার মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে ৯৭ কোটি টাকা বেশি। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ১৩৮ কোটি টাকার।

বুধবার ডিএসইতে ৩৪২টি কোম্পানির শেয়ার মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১০১টি কোম্পানি কমেছে ২৩টি এবং অপরিবর্তিত রয়েছে ২১৮টি কোম্পানির শেয়ার মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

বুধবার লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো- বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো, বিকন ফার্মা, প্রিমিয়ার ব্যাংক, অরিয়ন ফার্মা, অরিয়ন ইনফিউশন, ইন্দোবাংলা, বিএসসিসিএল এক্সিম ব্যাংক।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৪৪৮ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ১৬৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৬টির, কমেছে ১১টি এবং অপরিবর্তিত রয়েছে ৮৬টির কোম্পানির শেয়ার দর।

বুধবার সিএসইতে কোটি ২২ লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল কোটি ৫৮ লাখ টাকার।

এদিকে বুধবার থেকে লেনদেনের সময়সূচি বাড়ায় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, জুলাই ০৮, ২০২০
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।