ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

রাজশাহীতে পাঁচ দিনব্যাপী পুষ্পমেলা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
রাজশাহীতে পাঁচ দিনব্যাপী পুষ্পমেলা

ঢাকা: ওয়ান ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতা ও বৈকালী সংঘের উদ্যোগে রাজশাহীতে পাঁচ দিনব্যাপী পুষ্পমেলা শুরু হয়েছে।

গত ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) নগরের মনি বাজার (সিঅ্যান্ডবি মোড়, রাজশাহী) প্রাঙ্গণে ‘৫ম ওয়ান ব্যাংক পুষ্পমেলা ২০২০’-এর আয়োজন করা হয়।  

পাঁচ দিনব্যাপী এ মেলা যৌথভাবে উদ্বোধন করেন ওয়ান ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক ওয়াকার হাসান ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম।

 

মেলায় পুষ্প প্রদর্শনী ছাড়াও শিশুদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

এ সময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ান ব্যাংকের রাজশাহী শাখা ব্যবস্থাপক, কর্মকর্তা ও বৈকালী সংঘের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
পিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।