ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বারাকায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
বারাকায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সভা।

ঢাকা: বাংলাদেশ মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন সহায়তা কেন্দ্র (বারাকা) ছেলে পথশিশু দিবা ও রাত্রিকালীন আশ্রয়কেন্দ্রের উদ্যোগে ‘শিশুদের নিরাপদে বেড়ে উঠার জন্য সুস্থ বিনোদন অপরিহার্য’ শীর্ষক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাকা পরিচালক ব্রাদার রবি পিউরিফিকেশন সিএসসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসক্তি পুনর্বাসন নিবাস (আপন) সহকারী পরিচালক স্টিফেন কোড়াইয়া।

স্বাগত বক্তব্য রাখেন বারাকার প্রজেক্ট কর্মকর্তা সাইফুল ইসলাম।

বারাকা পরিচালক ছয়টি মৌলিক চাহিদার মধ্যে শিশুদের মানসিক বিকাশে সুস্থ বিনোদনের প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনা করেন।

পথশিশুরা দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে আনন্দ উল্লাসে মেতে উঠে। প্রতিযোগিতায় কারিতাস, বারাকা ও আপনের প্রায় ২৫০ জন অংশ নেয়।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।