ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

করমেলার ৫ম দিনে খুলনায় ৫ কোটি ২৮ লাখ টাকা আদায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
করমেলার ৫ম দিনে খুলনায় ৫ কোটি ২৮ লাখ টাকা আদায়

খুলনা: আয়কর মেলার ৫ম দিন সোমবার (১৭ নভেম্বর) খুলনা অঞ্চলে ৫ কোটি ২৮ লাখ ৬০ হাজার ৫৫১ টাকা আয়কর জমা পড়েছে। এদিন মেলা থেকে সেবা নিয়েছেন ১৮ হাজার ২৮০ জন। 

রিটার্ন দাখিল করেছেন ১২ হাজার ৯৫ জন। নতুন টিআইএন গ্রহণ করেছেন ৬৮০ জন।

এর মধ্যে খুলনা জেলায় ১ কোটি ৩২ লাখ ২৪ হাজার ৭১৫ টাকা আয়কর জমা পড়েছে।  

এদিন মেলা থেকে সেবা নিয়েছেন ৪ হাজার ৭১২১ জন। রিটার্ন দাখিল করেছেন ২ হাজার ৬৬৩ জন। নতুন টিআইএন গ্রহণ করেছেন ২১৪জন।

খুলনা কর অঞ্চলের কর কমিশনার প্রশান্ত কুমার রায় সন্ধ্যায় বাংলানিউজকে জানান, আয়কর মেলায় জনগণের সাড়া পাওয়া যাচ্ছে। কর বিভাগ সম্পর্কে জনগণের ধারণা আমূল বদলে দিয়েছে এ মেলা। মেলা আয়োজনে করদাতাদের মধ্যে সচেতনতা বেড়েছে। মেলার মাধ্যমে কর সম্পর্কে অস্পষ্টতা এবং ভয়ভীতি দূর হয়েছে।

উল্লেখ্য, খুলনার সোনাডাঙ্গায় অবস্থিত খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ১৪ থেকে ২০ নভেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী এ মেলায় আয়কর রিটার্ন দাখিল, টিআইএন রেজিস্ট্রেশন, নতুন করদাতাদের টিআইএন সনদ প্রদান, ব্যাংক-বুথে আয়করের টাকা জমা, আয়কর রিটার্ন ফরম সরবরাহ ও পূরণে সহযোগিতাসহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
এমআরএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।