bangla news

কৃষি জমি কমলেও উৎপাদন চার গুণ বেড়েছে: মুহিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১০-২২ ৩:২২:১১ এএম
বক্তব্য রাখছেন আবুল মাল আব্দুল মুহিত

বক্তব্য রাখছেন আবুল মাল আব্দুল মুহিত

সিলেট: সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, দেশের কৃষি জমি কমে গেলেও উৎপাদন চার গুণ বেড়েছে। এ দেশের মানুষের উদ্যোগ ও উদ্ভাবনে এ অবস্থায় পৌঁছানো সম্ভব হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) রাতে নগরের একটি অভিজাত হোটেলে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) নিউ জেনারেশন পদ্ধতি (আইএসএস) চালুকরণ বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুহিত বলেন, আমার বিশ্বাস উন্নয়নের এ ধারা অব্যাহত থাকলে ২০৩০-৩৫ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশগুলোর পর্যায়ে পৌঁছে যাবে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের অন্য দেশের উপর নির্ভরশীলতা কমেছে। এর কৃতিত্ব এদেশের মানুষের, তারা দ্রুত গতিতে নিজের অবস্থার উন্নতি করেছে। সেক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছে সরকার। সরকার পলিসি দিয়েছে, নীতি দিয়েছে এবং সেই নীতিকে অনুসরণ করে মানুষ দেশের উন্নয়ন করেছে।

আটাব সিলেট অঞ্চলের সভাপতি আব্দুল জব্বার জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আটাব বাংলাদেশের সভাপতি এসএন মঞ্জুর মোর্শেদ, সহ-সভাপতি আসলাম খান, মহাসচিব আব্দুস সালাম আরেফ, আইএটিএ-এর বাংলাদেশের ব্যবস্থাপক পারভেজ ইব্রাহীম, বিসিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।

আইএটিএ নিউ জেনারেশন আইএসএস চালুকরণ বিষয়ক কর্মশালায় বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন আইএটিএ সিংগাপুরের কনসালটেন্ট কাস্টমার সার্ভিস জাহিদুল করিম।

কর্মশালার দ্বিতীয় পর্বে আটাব সিলেট অঞ্চলকে নিয়ে আটাব বাংলাদেশের ইজিএম অনুষ্ঠিত হয়।

আটাব সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান খান রেজোয়ান ও যুগ্ম সম্পাদক মাহমুদ আহমদ চৌধুরীর যৌথ উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আটাব বাংলাদেশের মহাসচিব নুরুল আলম শাহীন, অর্থ সম্পাদক আব্দুল হামিদ, আটাব এবং হাবর সাবেক মহাসচিব জিন্নুর আহমদ চৌধুরী দিপু, সাবেক মহাসচিব রশিদ শাহ সম্রাট, আটাব এর সাবেক অর্থ সম্পাদক ওয়াহিদুল আলম।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
এনইউ/এনটি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-10-22 03:22:11