ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১০
অনলাইনে আয়কর রিটার্ন দাখিল শুরু

ঢাকা: দেশে প্রথমবারের মতো অনলাইনে আয়কর জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে এ কার্যক্রম ঢাকার কর অঞ্চল ৮-এ  সীমাবদ্ধ থাকবে।

এ অঞ্চলের আওতাধীন পেশাজীবী আয়কর দাতারা এখন থেকে অনলাইনেই আয়কর জমা দিতে পারবেন। (আরও তথ্যসহ)

রোববার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অনলাইনে তার আয়কর রিটার্ন দাখিলের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় অর্থমন্ত্রী বলেন, ‘পাইলট প্রকল্প হিসেবে কর অঞ্চল-৮-এ অনলাইনে আয়কর রিটার্ন দাখিল কার্যক্রম শুরু করা হয়েছে। এর মাধ্যমে আমরা ডিজিটাল বাংলাদেশের পথে আরও একধাপ এগিয়ে গেলাম। আগামী বছরের মধ্যে ঢাকার ১৮টি কর অঞ্চলকে এ কার্যক্রমের আওতায় আনা হবে। ’

এর মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল সহজ ও হয়রানি মুক্ত হবে বলেও জানান তিনি।

অর্থমন্ত্রী আরও বলেন, ‘টিআইএন নম্বরধারীদের মধ্যে দেশে ব্যক্তি খাতে আয়করদাতার মোট সংখ্যা মাত্র ৮ লাখ। এ সংখ্যা পাশের দেশগুলোর তুলনায় খুবই কম। এ সংখ্যা বাড়িয়ে ১ কোটিতে উন্নীত করতে হবে। ’
 
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মন্ত্রীদের সম্পদের হিসাব দেওয়ার বিষয়ে মন্ত্রিসভায় একটি সিদ্ধান্ত হয়েছে। এখন তা প্রক্রিয়াধীন রয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রীরা তাদের নিজ নিজ সম্পদের একটি সংক্ষিপ্ত বিবরণী জমা দেবেন। আর সংসদ সদস্যদের সম্পদের হিসাব দেওয়ার ব্যাপারে সংসদেই সিদ্ধান্ত হবে। এ বিষয়ে স্পিকারের অনুমতি লাগবে। ’
 
আয়কর বিবরণীতে অর্থমন্ত্রী তার নিজস্ব সম্পদের মূল্যমান হিসেবে ১ কোটি ২৭ লাখ ২৫ হাজার ৬৪৬ টাকা দেখিয়েছেন।

কর অঞ্চল-৮-এর কর্মকর্তারা জানান, এ অঞ্চলের আওতায় প্রায় ৪০ হাজার আয়কর দাতা আছেন। এর মধ্যে ৩০ হাজারেরও বেশি আয়কর দাতা অনলাইনে আয়কর জমা দেবেন বলে তারা আশা করছেন।

যেভাবে আয়কর জমা দেওয়া যাবে:

অন-লাইনে আয়কর রিটার্ন দাখিলের ঠিকানা হচ্ছে: www.taxzone-8.org। যারা অন-লাইনে আয়কর রিটার্ন জমা দিতে চান  প্রথমে তাদের কর অঞ্চল-৮-এর কার্যালয়ে গিয়ে একটি গোপনীয় পিনকোড সংগ্রহ করতে হবে। এ জন্য পাসপোর্ট সাইজ ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে।

পিনকোড পাওয়ার পর ওয়েবসাইটে গিয়ে পিনকোড ব্যবহার করে আয়কর রিটার্ন দাখিল করতে হবে।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১০  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।