ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

গাজীপুরে পারটেক্স চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১০
গাজীপুরে পারটেক্স চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

গাজীপুর: গাজীপুরে জমি দখলের চেষ্টা ও হত্যার নির্দেশসহ বিভিন্ন অভিযোগে পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেমসহ অর্ধশতাধিক ব্যাক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।

জয়দেবপুর থানার ওসি আব্দুর রশিদ জানান, গাজীপুর সদর উপজেলার কাউলতিয়া ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের ইপিলিয়ন জিন্স লিমিটেডের সহকারী ব্যবস্থাপক আব্দুল মঈন খান বাদী হয়ে শুক্রবার রাতে জয়দেবপুর থানায় ওই মামলা  (নং ০৮(৯)১০) দায়ের করেন।

মামলায় এম এ হাশেমসহ ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, ইপিলিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজ উদ্দিন আল মামুন বাহাদুরপুর মৌজাস্থ ২৬৭.৫০ শতাংশ জমি সাফ কবলা দলিল মূলে মালিক হয়ে খাজনা-খারিজ পরিশোধপূর্বক ভোগদখলে রয়েছেন। শুক্রবার দুপুরে এম. এ হাসেমের নেতৃত্বে অর্ধ শতাধিক সশস্ত্র লোক ওই জমিতে থাকা শ্রমিকদের বের হয়ে যাবার নির্দেশ দেন। শ্রমিকরা এর প্রতিবাদ করলে এম.এ হাশেম শ্রমিকদের হত্যা করার নির্দেশ দেন।

জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. কামাল হোসেন জানান, শুক্রবার সশস্ত্র লোকদের ধাওয়া করলে একটি রামদা, দুইটি চাপাতি ও লাঠি-সোটা ফেলে পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad