ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

চলতি মাসেই যাত্রা শুরু করবে শিল্পাঞ্চল পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১০

ঢাকা: তৈরি পোশাক শিল্পের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলতি মাসেই শিল্পাঞ্চল পুলিশ গঠন করতে যাচ্ছে সরকার।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সংস্থাপন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।


 
বৈঠকের পর স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান শিকদার বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘শিল্পাঞ্চল পুলিশ গঠনে ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে। ’

শিগগিরই বিষয়টি প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।   এ কমিটির অনুমোদন পাওয়া গেলেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে শিল্পাঞ্চল পুলিশ।

কত দিনের মধ্যে এ বাহিনী গঠন করা হবে জানতে চাইলে স্বরাষ্ট্র সচিব বলেন, ‘নির্দিষ্ট দিন বলা যাবে না। তবে বৈঠকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এটা গঠনের কথা বলা হয়েছে। ’

বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সংস্থাপন সচিব ইকবাল মাহমুদ, স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান শিকদার, শ্রম ও কর্মসংস্থান সচিব নূরুল হক, শিল্প সচিব দেওয়ান জাকির হোসেনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তৈরি পোশাক শিল্পের আইনশৃঙ্খলা রক্ষা করতে শিল্প পুলিশ গঠনের উদ্যোগ নেয় সরকার। আইন শৃঙ্খলা রক্ষায় নিয়মিত বাহিনীর বাইরে শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে শিল্প পুলিশ কাজ করবে।

পুলিশের একজন অতিরিক্ত মহাপরির্শক (এআইজি) ও সাতজন উপ-মহাপরিদর্শকসহ (ডিআইজি) ১ হাজার ৫ শ’ ৭০ সদস্যের জনবল সমন্বয়ে শিল্পাঞ্চল পুলিশের প্রস্তাবটি পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

পরে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অর্থবিভাগ আরও জনবল বাড়ানোর প্রস্তাব দেয়। ফলে প্রাথমিকভাবে ২ হাজার ৯ শ’ ৯০ জন সদস্য নিয়ে এ বাহিনী যাত্রা শুরু করবে।

এতে সরকারের ২০ কোটি ৩০ লাখ টাকা খরচ হবে।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, সেপ্টেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।