ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

জনতা ব্যাংকের কোনো পরিচালক ঋণ খেলাপী নন: কেন্দ্রীয় ব্যাংক

এসএম গোলাম সামদানী, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১০
জনতা ব্যাংকের কোনো পরিচালক ঋণ খেলাপী নন: কেন্দ্রীয় ব্যাংক

ঢাকা: রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের ১২ জন সদস্যের কেউই ঋণ খেলাপি নন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

৩১ আগস্ট বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক শফিকুল ইসলামের সই করা এক চিঠিতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের  (এসইসি) চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করা হয়।



চিঠিতে বলা হয়, ২০১০ সালের জুন পর্যন্ত হিসাব অনুযায়ী জনতা ব্যাংকের ১২ জন পরিচালকের কেউ কোনো প্রকার ঋণ খেলাপি নয়।

এসইসির একজন ঊর্ধŸতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে নিশ্চিত করেছেন।

এতে করে জনতা ব্যাংক শেয়ার বাজারে তালিকাভুক্তির ক্ষেত্রে আরো একধাপ এগিয়ে গেল।

উল্লেখ্য, পুঁজিবাজারে শেয়ার ছাড়তে আগ্রহী জনতা ব্যাংক তালিকাভুক্ত হওয়ার জন্য গতবছর এসইসিতে আবেদন করে। বিধান অনুযায়ী কোনো প্রতিষ্ঠানের পরিচালক পদে কোনো ঋণ খেলাপি থাকলে উক্ত প্রতিষ্ঠান পুঁজিবাজারে শেয়ার ছাড়ার ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবে। সে মোতাবেক এসইসি বাংলাদেশ ব্যাংকের কাছে জনতা ব্যাংকের পরিচালকদের ঋণ খেলাপির বিষয়ে তথ্য জানতে চায়।  

বাংলাদেশ সময়ঃ ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।