ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ঈদের পর রিহ্যাবের সমস্যা নিয়ে কাজ করবে এফবিসিসিআই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১০

ঢাকা: ঈদের পরে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সঙ্গে বৈঠকে বসবে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাজট্রিজ (এফবিসিসিআই)। ওই বৈঠকের মাধ্যমে এ সেক্টরের সব প্রতিবন্ধকতা দূর করা হবে বলে জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি একে আজাদ।



বৃহস্পতিবার হোটেল শেরাটনে রিহ্যাব আয়োজিত ইফতার ও দোয়া মহফিলে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘দেশে কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যক্তি উন্নয়নে রিহ্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু নানা কারণে এ সেক্টরটি আজ হুমকির মুখে। এ সমস্যা সামাধানে এফবিবিসিআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ’

অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শাজাহান, রিহ্যাব সভাপতি নসরুল হামিদ বিপু ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।