ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বিজিএমইএ'র দায়িত্ব নিলেন ড. রুবানা হক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৯
বিজিএমইএ'র দায়িত্ব নিলেন ড. রুবানা হক দায়িত্ব গ্রহণ করেছেন নব-নির্বাচিত সভাপতি ড. রুবানা হক

ঢাকা: দেশের তৈরি পোশাক মালিক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন নব-নির্বাচিত সভাপতি ড. রুবানা হক।

শনিবার (২০ এপ্রিল) উত্তরায় নবনির্মিত বিজিএমইএ কমপ্লেক্সে সংগঠনটির ৩৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) আনুষ্টানিকভাবে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, বার্ষিক সাধারণ সভায় বিজিএমইএর নব-নির্বাচিত পরিচালনা বোর্ড সদ্য বিদায়ী পরিচালনা বোর্ডের কাছ থেকে বিজিএমইএ’র দায়িত্বভার গ্রহণ করেন। সভার প্রথম অংশে বিজিএমইএ’র সদ্য বিদায়ী সভাপতি মো. সিদ্দিকুর রহমান ও শেষ অংশে নব-নির্বাচিত সভাপতি ড. রুবানা হক সভাপতিত্ব করেন।
 
সভায় ২০১৭-১৮ সালের নিরীক্ষিত হিসাব বিবরণী পাস হয়। একইসঙ্গে আগামী দুই বছরের (২০১৮-১৯ সাল) বাজেট অনুমোদন হয়।
 
আগামী দুই বছরের জন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন হলেন সভাপতি ড. রুবানা হক, প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম, সিনিয়র সহ-সভাপতি ফয়সাল সামাদ, সহ-সভাপতি এস এম মান্নান (কচি), সহ-সভাপতি (অর্থ) এম এ রহিম (ফিরোজ), সহ-সভাপতি আরশাদ জামাল (দিপু), সহ-সভাপতি মো. মশিউল আজম (সজল), সহ-সভাপতি এ এম চৌধুরী (সেলিম)।

সভায় তৈরি পোশাক রফতানিকারকরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৯
ইএআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।