ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ডাচ্-বাংলা ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে ৫ দিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০০ ঘণ্টা, মার্চ ৮, ২০১৯
ডাচ্-বাংলা ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে ৫ দিন ডাচ্-বাংলা ব্যাংকের লোগো

ঢাকা: কারিগরি উন্নয়ন কাজের জন্য একটানা পাঁচদিন সব ধরনের লেনদেন বন্ধ থাকবে বেসরকারি খাতের ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের।

ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন বলেন, গ্রাহক সেবার মানোন্নয়নে সিস্টেম আপগ্রেড করতে লেনদেন সাময়িক বন্ধ রাখা হবে।
 
এ বিষয়ে ডাচ্-বাংলা ব্যাংকের পক্ষ থেকে গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।


 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিস্টেম আপগ্রেডের জন্য ১৪ মার্চ রাত ১২টা ১ মিনিট থেকে ১৯ মার্চ ভোর ৬টা পর্যন্ত ডাচ্-বাংলা ব্যাংকের শাখা, এটিএম, পয়েন্ট অব সেল (পিওএস), মোবাইল এবং এজেন্ট ব্যাংকিংসহ সব ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।
 
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৯
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।