ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

ছাত্রীদের পাশে ‘মোনালিসা ওমেন্স ক্লাব’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৯, নভেম্বর ৫, ২০১৮
ছাত্রীদের পাশে ‘মোনালিসা ওমেন্স ক্লাব’ জরুরি প্যাড কর্নার’ দিলো মোনালিসা ওমেন্স ক্লাব। ছবি: ডিএইচ বাদল

ঢাকা: ঋতুস্রাব বা পিরিয়ড নিয়ে মেয়েরাও যেমন কথা বলতে সংকোচ বোধ করে, মায়েরাও ঠিক তেমনই। লজ্জা ভেঙে বিষয়টিকে স্বাভাবিক হিসেবে নিয়ে পিরিয়ড সর্ম্পকে সচেতন হতে হবে। অন্যথায় মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়বে স্কুল-কলেজের ছাত্রীরা।   

সোমবার (৫ নভেম্বর) দুপুরে রাজধানীর উত্তর বাড্ডায় মনপুরা স্কুল অ্যান্ড কলেজে ‘নারীর স্বাস্থ্য কথন, মেয়েদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

নারীর স্বাস্থ্য সচেতনামূলক এ সেমিনারের আয়োজন করে ‘মোনালিসা ওমেন্স ক্লাব’।

ছাত্রীদের পিরিয়ডের সামগ্রী বিনামূল্যে বিতরণ করছে মোনালিসা।  ছবি: ডিএইচ বাদলসেমিনারে বক্তারা বলেন, ঋতুস্রাবের সময় অপরিষ্কার কাপড়, তুলা কিংবা টিস্যু ব্যবহার ঠিক নয়। এসব ব্যবহারে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি রয়েছে। আশঙ্কা রয়েছে জরায়ু ক্যান্সারের মতো রোগের।

তারা বলেন, মেয়েরা যখন প্রাপ্তবয়স্ক হতে থাকে তখন থেকেই ঋতুস্রাবের সময় কী করা উচিত তা নিয়ে সচেতন হতে হবে। বিষয়টি নিয়ে সংকোচ বোধ করলে চলবে না।

‘ঋতুস্রাবের কারণে দেশের ৪০ শতাংশ ছাত্রী সপ্তাহে গড়ে তিনদিন শিক্ষা-প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকে। এ সময় নানা সমস্যারও মুখোমুখি হতে হয় তাদের। প্রতিটি মাকে সচেতনতার দায়িত্ব নিতে হবে। ’

মোনালিসা ওমেন্স ক্লাব মেয়েদের স্বাস্থ্য সচেতন বাড়াতে বাংলাদেশে সে কাজটি-ই করে যাচ্ছে বলেও জানান আয়োজকরা। ছাত্রীদের পিরিয়ডের সামগ্রী বিতরণ অনুষ্ঠান।  ছবি: ডিএইচ বাদলঅনুষ্ঠান সঞ্চালনা করেন বসুন্ধরা গ্রুপের মার্কেটিং ও বিজনেস ডেভেলাপমেন্ট বিভাগের হাইজিন পোর্টফোলিও ম্যানেজার সুমাইয়া সুহাইলা। সেমিনারে ঋতুস্রাব নিয়ে আলোচনা করেন শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. অর্চি।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা পেপার মিলসের ম্যানেজার (সেলস-হাইজিন) মো. এনায়েত হোসেন খান। পরে অনুষ্ঠানে উপস্থিত ছাত্রীদের পিরিয়ডের সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়।

সেমিনারে জানানো হয়, মনপুরা স্কুল অ্যান্ড কলেজে ছাত্রীদের জন্য ‘জরুরি প্যাড কর্নার’ করে দিয়েছে মোনালিসা ওমেন্স ক্লাব। এখন থেকে ঋতুস্রাবের সময় বিদ্যালয় থেকেই মোনালিসা স্যানেটারি ন্যাপকিন কিনতে পারবেন ছাত্রীরা।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
টিএম/এএটি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।