ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

পণ্যমূল্য নিয়ন্ত্রণে ডিও লেটার পদ্ধতি বাতিল করা প্রয়োজন: এফবিসিসিআই সভাপতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১০
পণ্যমূল্য নিয়ন্ত্রণে ডিও লেটার পদ্ধতি বাতিল করা প্রয়োজন: এফবিসিসিআই সভাপতি

ঢাকা: রমজানে পণ্যমূল্য নিয়ন্ত্রণে ডেলিভারি অর্ডার (ডিও) পদ্ধতি বাতিল করা প্রয়োজন বলে মনে করেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ।

পাশাপাশি পণ্যের গুণগত মান ঠিক রাখতে সারাবছর ভেজালবিরোধী অভিযান অব্যাহত রাখার আহবান জানিয়েছেন তিনি।



শুক্রবার রাজধানীর অফির্সাস কাবে জাতীয় শোক দিবস উপলক্ষে সংগঠনের দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ‘বিগত বছরের তুলনায় এবার রমজানে বাজার মোটামুটি স্থিতিশীল আছে। পণ্যমূল্য বৃদ্ধির সঙ্গে জড়িত দু’একজনের কারণে পুরো ব্যবসায়ী সমাজের সুনাম নষ্ট হচ্ছে। এ ব্যাপারে রমজানের পর সাধারণ সভা ডেকে একটা নীতিমালা তৈরির উদ্যেগ নেওয়া হবে। ’

এসময় ওষুধ শিল্পের মান নিয়ন্ত্রণে উদ্যেগ গ্রহণের কথাও জানান এফবিসিসিআই সভাপতি। পাশাপাশি পণ্য কত দিন গুদামে রাখা যাবে সে ব্যাপারে নতুন আইন তৈরির অনুরোধ জানান সরকারকে।

এফবিসিসিআই এর বর্তমান দুই সহ-সভাপতি জসিম উদ্দিন, গোলাম মোস্তফা চৌধুরী, সাবেক দুই সহ-সভাপতি আকরাম হোসেন, আবুল হোসেনসহ সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।