ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

অ্যাওয়ার্ড পেলো আরএফএলের ৩ প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
অ্যাওয়ার্ড পেলো আরএফএলের ৩ প্রতিষ্ঠান প্রতিনিধিদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দিচ্ছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

ঢাকা: কারখানায় উৎপাদনশীলতা বৃদ্ধি ও পণ্যের গুণগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০১৬’ পেয়েছে আরএফএল গ্রুপের তিন প্রতিষ্ঠান।

পুরস্কার পাওয়া তিন প্রতিষ্ঠানের মধ্যে আরএফএল প্লাস্টিকস লিমিটেড বৃহৎ শিল্প ক্যাটাগড়িতে তৃতীয় পুরস্কার, মাঝারি শিল্প ক্যাটাগড়িতে বঙ্গ প্লাস্টিক ইন্টারন্যাশনাল লিমিটেড প্রথম পুরস্কার ও ক্ষুদ্র শিল্প ক্যাটাগড়িতে রংপুর ফাউন্ড্রি লিমিটেড প্রথম পুরস্কার লাভ করে।

বুধবার (১৮ এপ্রিল) সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আরএফএল গ্রুপের তিন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

এসময় আরএফএল প্লাস্টিকস লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম, বঙ্গ প্লাস্টিক ইন্টারন্যাশনাল লিমিটেডের চিফ অপারেটিং অফিসার কাজী আব্দুল কাইয়ুম ও রংপুর ফাউন্ড্রি লিমিটেডের চিফ অপারেটিং অফিসার পারভেজ আহাম্মদ ফারুকী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে পুরস্কার গ্রহণ করেন।  

এবার পাঁচটি ক্যাটাগরিতে ১২ শিল্প প্রতিষ্ঠানকে ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ দেওয়া হয়।  

অনুষ্ঠানে শিল্প মন্ত্রাণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সভাপতি কামরান টি রহমান ও ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশনের পরিচালক এসএম আশরাফুজ্জামানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।