ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

পেশাগত স্বাস্থ্যচর্চা পুরস্কার পাচ্ছে ১০ পোশাক কারখানা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
 পেশাগত স্বাস্থ্যচর্চা পুরস্কার পাচ্ছে ১০ পোশাক কারখানা

ঢাকা: জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০১৮ উদযাপন উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রথমবারের মতো ১০টি পোশাক কারখানাকে ‘পেশাগত স্বাস্থ্য ও সেফটি উত্তম চর্চা পুরস্কার’ দেবে।

আগামী ২৮ এপ্রিল এ পুরস্কারের জন্য গঠিত জুরি বোর্ড ১০টি করাখানাকে মনোনীত করেছে। কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ পুরস্কারের তুলে দেবেন।

 

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম মঙ্গলবার (১৭ এপ্রিল) এ তথ্য জানান।
 
জুরি বোর্ড মনোনীত কারখানাগুলো হলো- ময়মনসিংহের ভালুকার স্কয়ার ফ্যাশন লি., ঢাকার ধামরাইয়ের স্নোটেক্স আউটার ওয়্যার লি. ও একেএইচ ইকো অ্যাপারেলস লি., গাজীপুর চন্দ্রার ইকোটেক্স লি., মানিকগঞ্জের সাটুরিয়ার তারাসিমা অ্যাপ্যারেলস লি., টঙ্গীর ভিয়েলাটেক্স লি., নিট কনর্সান লি., নারায়ণগঞ্জের উইজডম অ্যাটায়ার্স লি. ও ফকির ফ্যাশন লি. এবং টঙ্গীর হুপ লুন অ্যাপারেলস লি.।
 
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮  
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।