ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বুক বিল্ডিং পদ্ধতিতে ২ কোম্পানির আইপিও অনুমোদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১০
বুক বিল্ডিং পদ্ধতিতে ২ কোম্পানির আইপিও অনুমোদন

ঢাকাঃ বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার অনুমোদন পেয়েছে মর্ডান পলি ইন্ডাস্ট্রিজ ও অ্যালিয়েন্স হোল্ডিংস লিমিটেড।

বুধবার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সভায় এ দুই কোম্পানিকে বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিও‘র মাধ্যমে শেয়ার ছাড়ার অনুমোদন দেওয়া হয়।



এ বিষয়ে এসইসির নির্বাহী পরিচালক আনোয়ারুল কবির ভুঁইয়া বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, মর্ডান পলি ইন্ডাস্ট্রিজ ও অ্যালিয়েন্স হোল্ডিংসের আইপিও অনুমোদনের ফলে বাজারে শেয়ারের সরবরাহ কিছুটা হলেও বাড়বে।

অনুমোদন পাওয়া মডার্ন পলি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের সংখ্যা ৩ কোটি। ১০ টাকা অভিহিত মুল্যের এ কোম্পানির প্রতিটি শেয়ারের ইন্ডিকেটিভ প্রাইস ৬৪ টাকা। ২০০৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য ২৬ টাকা ৬২ পয়সা এবং শেয়ার প্রতি আয় ৪ টাকা ৭৬ পয়সা।
পরিশোধিত মূলধন ৫০ কোটি ৪০ লাখ টাকা।   পুঁজিবাজার থেকে নেওয়া অর্থ দিয়ে কোম্পানিটি মর্ডান ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৫ লাখ ৬ হাজার ৩০০টি শেয়ার কিনবে। প্রতিটি শেয়ারের মূল্য ৩ হাজার ৮৮০ টাকা।

গত ৫ এপ্রিল এসইসিতে এই কোম্পানি বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ার ছাড়ার অনুমোদন চেয়ে আবেদন করে।

অন্যদিকে, অ্যালিয়েন্স হোল্ডিংস লিমিটেড বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে  ৩ কোটি ৫০ লাখ শেয়ার ছাড়ার ছাড়বে। ১০ টাকা অভিহিত মূল্যে কোম্পানির প্রতিটি শেয়ারের ইন্ডেকেটিভ প্রাইজ ৮৮ টাকা। ২০০৯ সালের ৩১ ডিসেম্ভর পর্যন্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী অ্যালিয়েন্স হোল্ডিংস লিমিটেডের শেয়ার প্রতি সম্পদ মূল্য ৭ টাকা ৬৯ পয়সা এবং শেয়ার প্রতি আয় ১০ টাকা ৪৫ পয়সা। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১০০ কোটি টাকা।

গত ১৮ এপ্রিল অ্যালিযেন্স হোল্ডিংস শেয়ার ছাড়ার জন্য এসইসিতে আবেদন করে।  

বাংলাদেশ সময়ঃ ১৮১৫ঘণ্টা, আগস্ট ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।