ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

চট্রগ্রামে পুরনো ফটোকপিয়ার মেশিনের বিশাল চালান আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১০

চট্টগ্রাম:মিথ্যা ঘোষণায় আনা আমদানি নিষিদ্ধ পুরনো ফটোকপিয়ার, ফ্যাক্স ও প্রিন্টার মেশিনের একটি বিশাল চালান আটক করেছে চট্টগ্রাম কাস্টমস হাউসের আমদানি বিভাগের এআইআর শাখা (অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ )। দুপুরে চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটিতে খালাসের সময় গোপন তথ্যের ভিত্তিতে এই চালানটি আটক করা হয়।

 

ঢাকার দিলখুশা বানিজ্যিক এলাকার ঠিকানায় ‘ইউরো এশিয়া’ নামে একটি প্রতিষ্ঠান পুরনো ফটোকপি মেশিনের এই চালানটি আমদানি করেছে।

কাস্টমস’র এআইআর শাখার প্রধান কর্মকর্তা মোহাম্মদ নিজামউদ্দিন খান বাংলানিউজটোয়েন্টিফোর’কম.বিডিকে জানান, ‘পুরাতন ফটোকপিয়ার মেশিন আমদানি করা নিষিদ্ধ। কিন্তু প্রতিষ্ঠানটির চালানে ২৫৪ প্যাকেজে (কার্টুনে) ফটোকপি মেশিন আমদানির ঘোষণা দেওয়া হলেও সেগুলো পুরনো বা নতুন কিছু উল্লেখ ছিলনা। চালানটি আটক করে পরীার পর দেখা গেছে সবই পুরনো ফটোকপিয়ার মেশিন।

আটক করা এসব পুরনো ফটোকপিয়ার মেশিন সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে বলেও তিনি জানান।


বাংলাদেশ সময়: ১৬৩০ঘণ্টা, আগস্ট ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।