bangla news

স্টার লাইন গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাইফ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-১১-২৩ ৩:১২:০২ এএম
স্টার লাইন গ্রুপের সঙ্গে বাণিজ্যিক চুক্তি অনুষ্ঠানে ক্রিকেটার সাইফ/ছবি: বাংলানিউজ

স্টার লাইন গ্রুপের সঙ্গে বাণিজ্যিক চুক্তি অনুষ্ঠানে ক্রিকেটার সাইফ/ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীর অন্যতম শিল্প প্রতিষ্ঠান স্টার লাইন গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উদীয়মান অলরাউন্ডার সাইফ উদ্দিন।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে স্টার লাইন গ্রুপের নিজস্ব কার্যালয়ে গ্রুপের পরিচালকদের সঙ্গে বাণিজ্যিক চুক্তি হয় ক্রিকেটার সাইফের। 

চুক্তি অনুযায়ী স্টার লাইন গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব পালনসহ গ্রুপের সব প্রচারণায় অংশ নেবেন সাইফ।
 
এসময় উপস্থিত ছিলেন স্টার লাইন গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন, পরিচালক মাইন উদ্দিন আবু বকর সিদ্দিক, মাহমুদুল হক মুনীর, স্থানীয় ক্রিকেট প্রশিক্ষক শরীফুল ইসলাম অপু, স্বেচ্ছাসেবী ও সমাজ সচেতনতামূলক সংগঠন ইতিবাচকের সমন্বয়ক নাসিম আনোয়ার জাকি প্রমুখ। 

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
এসইচডি/এএ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2017-11-23 03:12:02