ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

শেয়ার কিনলেন ২, বিক্রি করলেন ১ উদ্যোক্তা-পরিচালক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৭
শেয়ার কিনলেন ২, বিক্রি করলেন ১ উদ্যোক্তা-পরিচালক

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভূক্ত ব্যাংক, বিমা এবং আর্থিক খাতের তিনটি কোম্পানির তিনজন উদ্যোক্তা-পরিচালক তাদের পূর্বঘোষিত শেয়ার কেনা-বেচা সম্পন্ন করেছেন। এদের মধ্যে সিটি ব্যাংকের পরিচালক হুসাইন খালেদ ও প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি’র উদ্যোক্তা পরিচালক কাজী সালেমুল হক শেয়ার ক্রয় করেছেন। 

অন্যদিকে আর্থিক প্রতিষ্ঠান খাতের ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের উদ্যোক্তা দেলোয়ার হুসাইন রানাও পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।

বোরবার (৬ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)র ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

সূত্রমতে, সিটি ব্যাংক লিমিটেডের পরিচালক হুসাইন খালেদ বাজারদরে ১০ লাখ শেয়ার কিনেছেন। ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হওয়া কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের কাছে ৩১ দশমিক শূন্য ৩ শতাংশ শেয়ার রয়েছে।  

অন্যদিকে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোক্তা-পরিচালক কাজী সালেমুল হক ৩১ হাজার ৪৫৩টি শেয়ার কিনেছেন। ২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকের কাছে ৪৭ দশমিক ৮৯ শতাংশ শেয়ার রয়েছে।

এ ছাড়াও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের উদ্যোক্তা দেলোয়ার হুসাইন রানা ৯ লাখ শেয়ার বিক্রয় করেছেন। ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হওয়া কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকের কাছে ৪৮ দশমিক ১৯ শতাংশ শেয়ার রয়েছে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৭
এমএফআই/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।