ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

এসইসিতে আরও এক সদস্য নিয়োগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০১১
এসইসিতে আরও এক সদস্য নিয়োগ

ঢাকা: সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে বুধবার আরও এক সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়ে এসইসির সদস্য সংখ্যা হলো ৪ জন।

সাবেক জেলা জজ সালাম শিকদারকে দুপুর ১টায় অর্থমন্ত্রণালয় থেকে এ নিয়োগ দেওয়া হয়।

এসইসি গঠনের পর এবারই প্রথম নিয়ন্ত্রক সংস্থাটির পূর্ণাঙ্গ কমিটি গঠিত হলো।

দুপুর ৩টায় এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান সালাম শিকদারের নিয়োগের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ‘এসইসিতে একটি সদস্যপদ খালি থাকায় সরকার তাকে নিয়োগ দিয়েছেন। তিনি এসইসির আইনের বিষয়গুলো দেখবেন। ’

এর আগে তিন সদস্য হেলাল উদ্দীন নিজামী, আমজাদ হোসেন ও আরিফ খানকে এসইসিতে নিয়োগ দেওয়া হয়। সেই সময় এসইসির চেয়ারম্যান হিসেবেও নিয়োগ দেওয়া হয় অধ্যাপক এম খায়রুল হোসেনকে।

এসইসির আইন অনুযায়ী চার সদস্য ও চেয়ারম্যানকে নিয়ে পাঁচ সদস্যের কমিশন গঠন করার নিয়ম রয়েছে। যে কোনো বৈঠকে এসইসির কোরামপূর্ণ হওয়ার জন্য কমপক্ষে তিনজন সদস্য উপস্থিত থাকা প্রয়োজন।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।