ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কারণ দর্শানোর নোটিশের জবাবে পুঁজিবাজারে তালিকাভুক্ত সাত প্রতিষ্ঠান জানিয়েছে, সম্প্রতি অস্বাভাবিকভাবে তাদের শেয়ারের দর বৃদ্ধির ব্যাপারে কোনও মূল্য সংবেদনশীল তথ্য নেই।
প্রতিষ্ঠান সাতটি হলো- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, রংপুর ফাউন্ড্রি, এসিআই ফর্মুলেশন, ওশেন কন্টেইনার্স, মাইডাস ফিন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল ও ফিনিক্স ফিন্যান্স।
ডিএসইর ওয়েবসাইটে সোমবার এ তথ্য প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি অস্বাভাবিকভাবে প্রতিষ্ঠান সাতটির শেয়ার দর বাড়ায় ডিএসই তাদের কারণ দর্শানোর নোটিশ দেয়।
বাংলাদেশ সময় : ১৪১৫ ঘণ্টা, জুলাই ০৪, ২০১১