ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে অভিনন্দন জানালো বিকেএমইএ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, জুন ৩০, ২০১১
প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে অভিনন্দন জানালো বিকেএমইএ

ঢাকা: বাজেটে পোশাক শিল্পের রপ্তানি মূল্যের ওপর উৎসকর হ্রাস করায় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে নিট পোশাক উদ্যোক্তাদের সংগঠন বিকেএমইএ।
 
বৃহস্পতিবার বিকেএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ধন্যবাদ জানানো হয়।


 
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রস্তাবিত বাজেটে পোশাক শিল্পের রপ্তানি মূল্যের ওপর ১ দশমিক ৫ শতাংশ হারে উৎসকর নির্ধারণ করা হয়েছিল। বিকেএমইএর অনুরোধের প্রেক্ষিতে বর্তমানে এটা কমিয়ে শূন্য দশমিক ৬ শতাংশ করা হয়েছে।

উল্লেখ্য, পোশাক শিল্পে উৎসকর কমানোসহ বিদ্যমান নগদ সহায়তার পরিমাণ ৫ শতাংশ থেকে ১৫ শতাংশে উন্নীত করা এবং বাড়িভাড়ার ওপর ভ্যাট প্রত্যাহার করার দাবিতে গত ১১ ও ২৬ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে দু’দফা সাক্ষাৎ করে বিকেএমইএ।  

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জুন ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।