ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

মুক্তিযোদ্ধার চিকিৎসায় ন্যাশনাল ব্যাংকের সহায়তা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৬, ডিসেম্বর ২৯, ২০১৫
মুক্তিযোদ্ধার চিকিৎসায় ন্যাশনাল ব্যাংকের সহায়তা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মুক্তিযোদ্ধা আলী হোসেনের চিকিৎসার জন্য অর্থ সহায়তা দিয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড।
 
চলতি বছরের ২৮ ডিসেম্বর একটি দৈনিক পত্রিকায় ‘মুক্তিযোদ্ধা আলী হোসেনের মাথা-হার্টে সমস্যা’ সহায়তা দিন, শিরোনামে একটি খবর প্রকাশিত হয়েছে।


 
ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার খবরটি পড়ে আলী হোসেনের চিকিৎসায় সহায়তার নির্দেশ দেন।
 
সোমবার (২৮ ডিসেম্বর) সকালেই ব্যাংকের প্রতিনিধিরা রোগাক্রান্ত ও শয্যাশায়ী মুক্তিযোদ্ধা আলী হোসেনের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।
 
রাজধানীর দক্ষিণ মুগদার বাসায় গিয়ে আলী হোসেনের হাতে নগদ এক লাখ টাকা তুলে দেন ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (সিএসআর বিভাগ) মো. মাহবুবুর রহমান ও জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল হামীদ সোহাগ।
 
বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
এসই/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।