ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

এসইসির নতুন তিন সদস্যের দায়িত্ব বণ্টন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, মে ৩১, ২০১১
এসইসির নতুন তিন সদস্যের দায়িত্ব বণ্টন

ঢাকা: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নতুন তিন সদস্যের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে কমিশনের সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ) হাফিজ মোহাম্মদ হারুনুর রশীদের সই করা এক দাপ্তরিক আদেশে এ তথ্য পাওয়া যায়।



আদেশে এসইসির নির্বাহী পরিচালকদের মাঝেও নতুন করে দায়িত্ব বণ্টন করা হয়েছে।

আদেশে কমিশনের সদস্য অধ্যাপক হেলাল উদ্দিন নিজামীকে প্রশাসন ও অর্থ, আর অ্যান্ড ডি, মিউচুয়াল ফান্ড ও এসপিভি, এমআইএস এবং সিডিএসের দায়িত্ব দেওয়া হয়েছে।

সদস্য আমজাদ হোসেনকে নিবন্ধন, আইন, এনফোর্সমেন্ট, সিএমআরসিসি ও সার্ভিল্যান্সের দায়িত্ব দেওয়া হয়েছে।

অপর আরেক সদস্য আরিফ খানকে দেওয়া হয়েছে করপোরেট ফিন্যান্স, ক্যাপিটাল ইস্যু, এসআরআই ও এসআরএমআইসির দায়িত্ব।

এ ছাড়া কমিশনের নির্বাহী পরিচালক ফরহাদ আহমদকে প্রশাসন ও অর্থ এবং এনফোর্সমেন্ট, রুখসানা চৌধুরীকে সিএমআরআরসি ও আইন, এ টি এম তারিকুজ্জামানকে করপোরেট ফিন্যান্স, গবেষণা ও উন্নয়ন, আনোয়ারুল ইসলামকে এসআরএমআইসি ও সিডিএস, সাইফুর রহমানকে এসআরআই, প্রকল্প ও মুখপাত্র, আশরাফুল ইসলামকে সার্ভিল্যান্স ও এমআইএস, হাসান মাহমুদকে ক্যাপিটাল ইস্যু, মিউচুয়াল ফান্ড ও এসপিভি এবং পরিচালক মাহবুবুল আলমকে নিবন্ধনের দায়িত্ব  দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৬ঘণ্টা, ৩১ মে, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad