ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

দুই প্রতিষ্ঠানের লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে জমা

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, মে ৩১, ২০১১

ঢাকা : পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই প্রতিষ্ঠানের ২০১০ সালের ঘোষিত লভ্যাংশ (বোনাস শেয়ার) সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে জমা হয়েছে।

কোম্পানি দু’টি হলো- সামিট অ্যালিয়েন্স পোর্ট ও  ওশেন কন্টেইনার্স।



মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১০ সালের জন্য সামিট অ্যালিয়েন্স পোর্ট বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ ও ২৫ শতাংশ শেয়ার লভ্যাংশ (স্টক ডিভিডেন্ড) এবং ওশেন কন্টেইনার্স ২৫ শতাংশ শেয়ার লভ্যাংশ দেয়।

বাংলাদেশ সময় : ১৪১৭ ঘণ্টা, মে ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।