ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ব্র্যাক ব্যাংকের প্রবাসী কার্ড চালু

এটিএমে যে কোনো সময় রেমিট্যান্স পাবেন গ্রাহক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, মে ৩০, ২০১১
এটিএমে যে কোনো সময় রেমিট্যান্স পাবেন গ্রাহক

ঢাকা: বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্স এখন থেকে এটিএম বুথ থেকে প্রবাসী কার্ডের মাধ্যমে যে কোনো সময়ে তুলে নিতে পারবেন গ্রাহক। সোমবার এ সার্ভিস চালু করেছে ব্র্যাক ব্যাংক।

এছাড়াও বিভিন্ন দোকানে এই কার্ড ব্যবহার করে কেনাকাটাও করার সুযোগ থাকবে।

দেশের বিভিন্ন স্থানে ২৫০টি এটিএম বুথ ও ১০ হাজার দোকানে এ সুবিধা চালু হয়েছে সোমবার থেকেই।

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে প্রবাসী কার্ডের উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান।

এসময় তিনি বলেন, ‘প্রবাসী কার্ড গ্রাহককে তার যে কোনো প্রয়োজনে যে কোনো সময়ে টাকা তুলে নেওয়ার সুযোগ করে দেবে। ’

তিনি বলেন, বিদেশে অবস্থানকারী গ্রাহক ও তাদের পাঠানো রেমিট্যান্সের সুবিধাভোগীদের জন্য এটি একটি সেবা কার্যক্রম।

কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে বলা হয়, প্রবাসী কার্ড রেমিট্যান্স পাওয়ার ক্ষে্েরত্র দ্রুততম, সবচেয়ে নিরাপদ ও সবচেয়ে ব্যবহার উপযোগী পদ্ধতি। এর মাধ্যমে বিদেশে কষ্টার্জিত অর্থ প্রিয়জনের কাছে খুব সহজেই পৌঁছে যাবে।

ব্র্যাক ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মো. মাহমুদুর রশিদ, ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান খাজা শাহরিয়ার, কর্পোরেট অ্যাফেয়ার্স প্রধান জিশান কিংশুক হকসহ সিনিয়র কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় ১৮৪২ ঘণ্টা, মে ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।