ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

কেটে গেল কোরাম সংকট

আমজাদ হোসেন ও আরিফ খান এসইসির নতুন সদস্য

পবন আহমেদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, মে ২৯, ২০১১

ঢাকা: সরকার এসইসির আরো দু’জন সদস্য নিয়োগ করেছে। এরা হচ্ছেন আমজাদ হোসেন ও আরিফ।

আমজাদ হোসেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক। অন্যদিকে আরিফ খান জেনিথ ইনভেস্টমেন্ট লিমিটেডের বর্তমান এমডি। এর আগে তিনি আইডিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবং মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের  সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছে।

আরিফ খানের সঙ্গে দুপুরে বাংলানিউজের তরফ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, নিয়োগপত্র হাতে পেয়েছি। এখনো সিদ্ধান্ত নিইনি। এ মুহূর্তে পরিবার পরিজনদের সঙ্গে কথা বলবো । তারপর সিদ্ধান্ত নেবো।

কেটে গেল কোরাম সংকট:

নতুন এই দুই সদস্য নিয়োগ দানের মধ্য দিয়ে এসইসির পুনর্গঠনের দীর্ঘদিনের দাবি পূরেণ হলো। সবচেয়ে বড় কথা এর  ফলে কেটে গেল কোরাম সংকট। এসইসি এখন পুঁজিবাজার সম্পর্কে সময়োচিত সিদ্ধান্ত নিতে ও বাস্তবায়ন করতে পারবে। বিশেষ করে শেয়ারবাজারে সাম্প্রতিককালে ঘটে যাওয়া মহাবিপর্যয়ের পর কোরাম সংকটের কারণে এসইসি কোনও ভূমিকাই পালন করতে পারছিল না।

আজ সোমবার এই দুই সদস্যের নিয়োগ দেওয়ার ফলে এসইসি  শেয়ারবাজারে কারসাজির কারণ ও প্রতিকার খুঁজে বের করতে খোন্দকার ইব্রাহীম খালেদের নেতৃত্বে সরকার গঠিত
তদন্ত কমিটির ৩৯টি সুপারিশ বাস্তবায়নের কাজে নেমে পড়তে পারবে।

বিভিন্নজনের প্রতিক্রিয়া

এসইসির সদস্য হেলাল উদ্দিন নিজামী বলেন, এসইসি এখন পুনর্গঠিত হয়েছে। কোরাম পূর্ণ হয়েছে। আমি আশা করছি, নতুন দুই সদস্য কালই যোগ দেবেন। আমরা এ মুহূর্তে একটি কর্মপরিকল্পনা তৈরি করছি। কোরাম পূর্ণ হওয়ায় আমাদের কাজ আরও সহজ হয়ে গেল। তিনটি ধাপে আমরা কাজ করবো। স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী। চলতি সপ্তাহের মধ্যেই এসইসি নতুন সদস্যদের উপস্থিতিতে এই কর্মপরিকল্পনা নিয়ে বৈঠক করবে।

তিনি আরো বলেন, বাজার যেন স্বাভাবিক থাকে সেজন্য সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয়ের চেষ্টা করেছি। এরই মধ্যে অনেকের সঙ্গেই আমরা বৈঠক করেছি।

বিভিন্ন মহল থেকে অন্যায় প্রভাব ও চাপ এলে কী করবেন ?’--এ প্রশ্ন রাখা হয় তাকে। জবাবে তিনি বলেন, ‘প্রভাব আসবেই। প্রভাব এড়িয়েই কাজ করতে হবে। ’

পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের আহবায়ক মিজানুর রশীদ চৌধুরী বাংলানিউজকে বলেন, ‘সরকার দু’জন সদস্য নিয়োগ দেওয়ায় এসইসির কোরাম পূর্ণ হলো। এর পাশাপাশি এসইসির দায়িত্ব আরো বেড়ে গেল। আগে কোরাম সংকটের কারণে অনেক সিদ্ধান্তই তারা নিতে পারেননি। আমরা আশা করবো, তাদের ওপর যে দায়িত্ব বর্তেছে সে দায়িত্ব এবার তারা সকল প্রকার প্রভাবের উর্ধ্বে থেকেই পালন করবেন। ‘

বাংলানিউজের তরফ থেকে প্রশ্ন করা হয়েছিল ,‘তাহলে কী আপনারা আন্দোলন বন্ধ করছেন?’
জবাবে তিনি বলেন, ‘আমাদের আন্দোলন বাজেট ঘোষণার আগ পর্যন্ত চলতে থাকবে। এছাড়া আমাদের কাজ আরও বেড়ে গেছে। গত এক মাসে কোরাম সংকটের কথা বলে অনেক কিছু এড়িয়ে গেছেন তারা। কিন্তু এখন দেখবো তারা কী করেন। ’

আইসিবি ইনভেস্টমেন্ট ফোরামের সভাপতি শরিফ উদ্দিন চৌধুরী বলেন, ‘সরকারের সিলেকশনগুলো খুবই চমৎকার হয়েছে। এর মধ্যে নতুন সদস্য আরিফ খানকে সবাই চেনেন। তিনি বাজার সম্পর্কে খুবই ভালো ধারণা রাখেন । তবে তিনি প্রভাব এড়িয়ে কাজ করতে পারবেন কীনা সে নিয়ে আশংকাও রয়েছে। পুনর্গঠিত এসইসি যদি সঠিকভাবে কাজ করে, তাহলে শেয়ার মার্কেটে অবশ্যই আবার সুদিন ফিরবে। ’

বাংলানিউজের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এসইসির দায়িত্ব হবে সবার আগে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা। পাশাপাশি এসইিসির আইনের ত্রুটি গুলো দ্রুত সংশোধন করা। ’


স্থিতিশীল না হলে বাজার ছেড়ে চলে যাবো :

এ ব্যাপারে আরএন ট্রেডিং সিকিউরিটিজ হাউজের অথরাইজউড রিপ্রেজেন্টেটিভ মাসুদ রানা বাংলানিউজকে বলেন, ‘বিনিয়োগকারীরা সবাই বাজারের ইতিবাচক পরিবর্তন চান। বর্তমান বাজারকে স্থিতিশীল করার জন্য এসইসির নতুন দু’সদস্যকে সঠিক ও সময়োপযোগী সিদ্ধান্ত নিতে হবে। ’

এছাড়া বিনিয়োগকারীদের স্বার্থে পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ দিতে বলেন ও নতুন বিও অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে টিআইএন (ট্যাক্স আইডেনটিফিকেশন নম্বর) বাধ্যতামূলক না করার আহ্বান জানান তিনি।

একই সিকিউরিটিজ হাউজের বিনিয়োগকারী আবদুল মালেক বলেন, ‘আমি শেয়ারবাজারে চল্লিশ লাখ টাকা বিনিয়োগ করেছি। বর্তমান সময়ের মতো বাজার যদি অস্থিতিশীল থাকে, তাহলে আমি বাজার থেকে যতটাকা পারি তুলে অন্য ব্যবসায় চলে যাব। তাই নতুন এসইসির সদস্যদের কাছে আমার চাওয়া তারা যেন জনসাধারণের স্বার্থে কাজ করেন। ’

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, মে ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।