ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

৩ দিনের অসন্তোষে ৮৭৫ কোটি টাকা লোকসান: দাবি বিজিএমইএ’র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৮ ঘণ্টা, আগস্ট ১, ২০১০
৩ দিনের অসন্তোষে ৮৭৫ কোটি টাকা লোকসান: দাবি বিজিএমইএ’র

ঢাকা: তৈরি পোশাক শিল্পে গত তিনদিনের শ্রমিক অসন্তোষের কারণে প্রায় ৮শ’ ৭৫ কোটি টাকা লোকসান হয়েছে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি আবদুস সালাম মুর্শেদী। এ ক্ষতির কারণে নভেম্বরে নতুন মজুরি চালু সম্ভব হবে কি না তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি।



বিদ্যমান পরিস্থিতি অবসানের লক্ষ্যে রোববার সন্ধ্যায় বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত মালিক-শ্রমিক বৈঠকে বিজিএমইএ সভাপতি এ তথ্য জানান।

তিনি আরো বলেন, ‘এ ক্ষতির দায় সরকারকেই বহন করতে হবে। ’

সালাম মুর্শেদী বলেন, তিন দিনে যে পরিমান ক্ষতি হয়েছে তার ফলে আগামী নভেম্বরে নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন সম্ভব হবে কি-না তা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে। ’

সন্ধ্যা সাড়ে সাতটায় বৈঠকে যোগ দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. ইসরাফিল আলম।

বৈঠকে বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা ছাড়াও শ্রমিকপক্ষের কয়েকজন প্রতিনিধি অংশ নেন।

রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠকটি চলছিলো....।

বৈঠক শেষে মন্ত্রীর ব্রিফিং করার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।