ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

শর্তসাপেক্ষে সর্বনিম্ন বেতন দিতে রাজি গার্মেন্টস মালিকরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১০
শর্তসাপেক্ষে সর্বনিম্ন বেতন দিতে রাজি গার্মেন্টস মালিকরা

ঢাকা: শর্ত সাপেক্ষে তৈরি পোশাক শ্রমিকদের জন্য সর্বনিম্ন বেতন কাঠামোর সুপারিশে স্বাক্ষর করতে রাজি হয়েছে রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএ।

বুধবার বিকেলে সংগঠন দু’টির সদস্য ও নেতাদের সোয়া ৪ ঘণ্টার যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত হয়।



প্রথমে উভয় সংগঠনের ৩২ জন সদস্য শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ডের নেওয়া ন্যূনতম বেতন ৩ হাজার টাকা  করার সিদ্ধান্তে আলোচনায় অংশ নেন। এ সময় তারা বেতনের এ কাঠামো বাস্তবায়নে কিছু শর্ত জুড়ে দেন।
 
পরে বিজিএমইএর সভাপতি আব্দুস সালাম মুর্শেদী শর্তগুলো ঘোষণা করেন। তার ঘোষিত ডজনখানেক শর্তের মধ্য অন্যতম হলো- মজুরি কাঠামো বাস্তবায়নে চার মাস সময় প্রদান, বাজেটে বাড়ি ভাড়ার ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার, ডিজেল ও ফার্নেস ওয়েলের ওপর লিটারপ্রতি ১৫ টাকা ভর্তুকি, দ্বিতীয় প্রণোদনা প্যাকেজ দ্রুত বাস্তবায়ন, উৎসে করের ওপর হার দশমিক ২৫ শতাংশ থেকে শূন্য  শতাংশ করা, ব্যাংক সুদের হার সিঙ্গেল ডিজিট করা, শিল্পের নিরাপত্তা প্রদান।
 
সালাম মুর্শেদী বলেন, ‘পোশাক শিল্পের জন্য আমদানি করা কাচামালের দাম বেড়েছে। কিন্তু আমাদের উৎপাদিত পণ্যের দাম বাড়েনি। অন্যদিকে বিশ্বমন্দায় রপ্তানি কমেছে। এছাড়া গ্যাস, বিদ্যুতের সমস্যা, শ্রমিক অসোন্তষসহ নানাবিধ সমস্যা রয়েছে দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পে। ’

এ অবস্থায় এ শিল্পকে বাঁচিয়ে রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

বৈঠকে বিকেএমইএ’র সভাপতি সেলিম ওসমান বলেন, ‘বিদুৎ সমস্যাই শ্রমিক অসোন্তষের অন্যতম কারণ। এ সমস্যা না হলে ঘটা করে শ্রমিকের বেতন বাড়ানোর চেষ্টা করতে হতো না। ’

তিনি আরও বলেন, ‘আমরা ব্যবসা করে লাভবান হয়ে নিজেরাই শ্রমিকের চাহিদা অনুযায়ী বেতন-ভাতা দিতাম। ’

বৃহস্পতিবার সরকারের মজুরি বোডের্র ৭ স্তর বিশিষ্ট বেতন কাঠামো ঘোষণা করার কথা রয়েছে। প্রস্তাবিত কাঠামো হলো- গ্রেড- ১ বেসিক ৬ হাজার ৫ শ’ টাকা। সর্বমোট ৯ হাজার ৩শ’ টাকা।

গ্রেড- ২ বেসিক ৪ হাজার ২শ’ টাকা। সর্বমোট ৭ হাজার ২শ’ টাকা।

গ্রেড- ৩ বেসিক ২ হাজার ৮শ’ টাকা। সর্বমোট ৪ হাজার ১ শ’২০ টাকা।

গ্রেড- ৪ বেসিক ২ হাজার ৭শ’ টাকা। সর্বমোট ৩৯৮০ টাকা।

গ্রেড-৫ বেসিক ২ হাজার ৫ শ’ টাকা। সর্বমোট ৩ হাজার ৭শ’ টাকা।

গ্রেড-৬ বেসিক ২ হাজার ২শ’ টাকা। সর্বমোট  ৩ হাজার ২ শ’ ৮০ টাকা

এবং গ্রেড-৭ বেসিক ২ হাজার টাকা। সর্বমোট ৩০০০ টাকা।

এছাড়া শিক্ষানবীশকাল ছয় মাস ধরে ২ হাজার ৫শ’ টাকা সর্বসাকুল্যে বেতন প্রস্তাব করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৫২ ঘণ্টা, জুলাই ২৮, ২০১০




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।