ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

মেধাস্বত্ব সংরক্ষণের সক্ষমতা বাড়াতে হবে: বাণিজ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, জুলাই ২৭, ২০১০
মেধাস্বত্ব সংরক্ষণের সক্ষমতা বাড়াতে হবে: বাণিজ্যমন্ত্রী

ঢাকা: মেধাস্বত্ব সংরক্ষণ আইন অনুসরণে সক্ষমতা বাড়াতে দাতাদের কাছে আর্থিক ও কারিগরি সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।
 
তিনি বলেন, আমাদের এখন খাদ্য নিরাপত্তা ও শিক্ষার মত মৌলিক বিষয় নিয়ে নিয়ে কাজ করতে হচ্ছে।

এই মূহুর্তে মেধাসত্ব সংরক্ষণ আইন অনুসরণে বাধ্য করলে এটা আমাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে।

ফারুক খান বলেন, জ্ঞানের পারস্পরিক আদান প্রদানের মধ্য দিয়েই সক্ষমতা আরও বাড়বে।  

আজ সকালে রাজধানীর একটি হোটেলে বাণিজ্য মন্ত্রণালয় ও বিশ্ব বাণিজ্য সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ব বাণিজ্য সংস্থার পরিচালক অ্যান্টনি তাউবম্যান।

এতে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য দেশগুলোর প্রতিনিধিরা অংশ নিয়েছেন।


বাংলাদেশ সময় ১১২৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০১০






বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।