ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

পোশাক শ্রমিকদের মজুরি কাঠামো ঘোষণা বৃহস্পতিবার: শ্রমমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১০

ঢাকা: তৈরি পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো ঘোষণা একদিন পিছিয়েছে সরকার। আগামী ২৯ জুলাই বৃহস্পতিবার নতুন মজুরি কাঠামো ঘোষণা করা হবে।



শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন সোমবার সাংবাদিকদের বলেন, ‘আগামী ২৯ জুলাই গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি কাঠামো ঘোষণা করা হবে। এতে শ্রমিকদের সর্বোচ্চ স্বার্থ রক্ষা করা হবে। ’

এর আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অর্থ, বাণিজ্য ও শ্রম-কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়।

অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, বাণিজ্যমন্ত্রী ফারুক খান উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী বলেন, ‘মজুরি সমস্যা সমাধানের পর গার্মেন্টস শ্রমিকদের অন্যান্য সমস্যা সমাধানে সরকার উদ্যোগ নেবে। ’

বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, ‘ওয়েট অ্যান্ড সি। ভালো কিছুই হবে। ’

বাংলাদেশ সময় : ২০১০ ঘণ্টা, ২৬ জুলাই, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।