ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

নবায়নযোগ্য জ্বালানিনীতি গ্রহণের পরামর্শ গভর্নরের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, জুলাই ২৫, ২০১০
নবায়নযোগ্য জ্বালানিনীতি গ্রহণের পরামর্শ গভর্নরের

ঢাকা: জ্বালানি নিরাপত্তার জন্য বিদ্যুতের বিকল্প হিসেবে নবায়নযোগ্য জ্বালানিনীতি গ্রহণে নীতিনির্ধারকদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

আজ রোববার জাতীয় জাদুঘরে আয়োজিত একটি বইয়ের প্রকাশনা উৎসবে তিনি এ আহ্বান জানান।



ড. সাজেদ কামালের লেখা বই ‘দি আনট্যাপড এনার্জি মাইন’-এর প্রকাশনা উৎসবের আয়োজন করে স্কলার্স বাংলাদেশ।

আতিউর রহমান বলেন, ‘বিদ্যুৎ চাহিদা পূরণে আমরা কোন পথ বেছে নেবো সে সিদ্ধান্ত নেওয়ার এটাই উপযুক্ত সময়। নবায়নযোগ্য জ্বালানির পক্ষে নীতিনির্ধারকদের এখনই সিদ্ধান্ত নিতে হবে এবং এর প্রযুক্তি সংযোজনেও প্রস্তুত হতে হবে। ’

এছাড়া গভর্নর গুলশান ও ধানমণ্ডি এলাকার বাসিন্দাদের সৌর বিদ্যুৎ ব্যবহারের পরামর্শ দিয়ে বলেন, ‘নবায়নযোগ্য জ্বালানি পরিবেশ রক্ষা করে। ’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ব্যাংক এ সেক্টরে বিনিয়োগে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ৫ শতাংশ সুদে ঋণ দেওয়ার জন্য দু’শ’ কোটি টাকার তহবিল গঠন করেছে। ব্যাংকগুলো জনগণকে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ৬ থেকে ৭ শতাংশ সুদে ঋণ দেবে। সুতরাং ওইসব এলাকার জনগণ এ সুযোগ কাজে লাগাতে পারেন। ’

অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক কামাল লোহানী, লেখক সাজেদ কামাল, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের পরিচালক সালাহ-উদ-দীন, সোলার পাওয়ার সোসাইটির সম্পাদক ড. সাইফুল হক, রহিম আফরোজ গ্রুপের পরিচালক মনোয়ার, স্কলার্স বাংলাদেশের প্রধান নির্বাহী দিলারা এ খান প্রমুখ।

বাংলাদেশ স্থানীয় সময়: ২১৪৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।