ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধির চক্রান্ত সম্পর্কে সতর্ক থাকুন : বাণিজ্যমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০১০
রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধির চক্রান্ত সম্পর্কে সতর্ক থাকুন : বাণিজ্যমন্ত্রী

ঢাকা: রমজানকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির যে কোনো চক্রান্ত সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান।

টিসিবির মাধ্যমে ওয়ার্ডে ওয়ার্ডে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দেওয়ার কথাও বলেন মন্ত্রী।



রোববার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে রিক্সা-ভ্যান শ্রমিক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘প্রতিটি দ্রব্যের দাম স্থিতিশীল রাখতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে আন্তর্জাতিক বাজারের ওপর ভিত্তি করে দাম নির্ধারিত হয়। এতে দুই-একটি পণ্যের দাম ওঠা-নামা করতে পারে। ’

তিনি বলেন, ‘টিসিবির মাধ্যমে ১৮ শ’ ডিলার দিয়ে সারা দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দেওয়া হবে। ’

ফারুক খান যুদ্ধাপরাধীদের বিচার বিশ্বের কাছে উদাহরণ হবে বলে মন্তব্য করে বলেন, ‘এই বিচারের পর বিশ্বের কোনো দেশেই মানবতার বিরুদ্ধে অপরাধ করার সাহস কেউ পাবে না। ’

মন্ত্রী আরো বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় দেশে-বিদেশে যারা যুদ্ধাপরাধীদের সহযোগীতা করেছে তারা বিচার কাজ ব্যাহত করতে ষড়যন্ত্র করতে পারে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। ’

রিক্সা-ভ্যান শ্রমিক লীগের সভাপতি আজাহার আলীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুল মতিন মাস্টার, সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯.৩০, জুলাই ২৫, ২০১০


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।