ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ঢাকায় এশিয়ান বাণিজ্য মেলা ২ আগস্ট থেকে

স্টাফ করেসপন্টেন্ড | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১০

ঢাকা: নিত্য প্রয়োজনীয় ও ভোগ্য পণ্যের তৃতীয় এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০১০ আগামী ২ আগস্ট থেকে ঢাকায় শুরু হচ্ছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা চলবে ৮ আগস্ট পর্যন্ত।



রোববার জাতীয় প্রেসকাবে কনফারেন্স অ্যান্ড এক্সিব্শিন ম্যানেজমেন্ট সার্ভিস লিমিটেডের (সেমস) প্রেসিডেন্ট মেহেরুন এন ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কার ১০০ টিরও বেশি প্রতিষ্ঠান ইলেকট্রনিক্স, যোগাযোগ প্রযুক্তি, খাদ্য ও পানীয়, স্বাস্থ্য-সেবা, প্রসাধনী সমগ্রী, গৃহ সমগ্রী, ফ্যাশন, কারু ও হস্ত শিল্প মেলায় প্রদর্শন করবে।

এশিয়ার বিভিন্ন জাতির মধ্যে বাণিজ্য এবং পারস্পরিক সম্পর্ক আরো জোরদার করতেই এ মেলার উদ্যেশ্য বলে জানান আয়োজকরা।

মেলায় মালয়েশিয়া ও পাকিস্তান চেম্বার অব কমার্সের আলাদা প্যাভিলিয়ন থাকবে।

মেলার প্রবেশ মূল্য হবে ২০ টাকা। প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।


বাংলাদেশ সময় ১৭১৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০১০


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।