ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

মানি লন্ডারিং আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০১০

ঢাকা: ২০০৯ সালের মানি লন্ডারিং (অর্থপাচার) আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রোববার হাইকোর্টে একটি রিট দায়ের হয়েছে। জনৈক জহিরুল ইসলাম এ রিট আবেদনটি করেন।



রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মামনুন রহমান ও সৈয়দা আফসার জাহানের বেঞ্চ আইন সচিব, অর্থ সচিব এবং দুদক চেয়ারম্যানকে ১০ দিনের মধ্যে কারণ দর্শাতে বলেন।

রিট আবেদনে জহিরুল ইসলাম উল্লেখ করেন, আইনটি সংসদে পাশ হয়েছে ২০০৯ সালের ১৪ ফেব্রুয়ারি। কিন্তু আইনটির কার্যকারিতা দেওয়া হয়েছে ২০০৮ সালের ১৫ এপ্রিল থেকে।

আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ২০০৯ সালের মানি লন্ডারিং অপরাধ আইন কেন অবৈধ ঘোষণা হবে না এ মর্মে আদালত ১০ দিনের রুল জারি করেন।

রিটকারীর পক্ষে ব্যারিস্টার ফখরুল ইসলাম আদালতে শুনানি করেন। শুনানিতে তিনি আদালতে বলেন, ‘এ আইনে আগের অপরাধে বিচার পরের আইনে করার ব্যবস্থা করা হয়েছে। এতে সংবিধানের লঙ্ঘন হয়। কারণ সংবিধানে বলা আছে, যে সময়ের অপরাধ সে সময়ের আইনে বিচার হবে। ’

শুনানিতে সরকার পক্ষের কেউ ছিলেন না।

বাংলাদেশ সময়: ১৫৫৫ঘণ্টা,জুলাই২৫,২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।