ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ইসলামী ব্যাংকের রেমিটেন্স কার্ড চালু

বাংলানিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০১০
ইসলামী ব্যাংকের রেমিটেন্স কার্ড চালু

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রবাসীদের জন্য রেমিটেন্স কার্ড চালু করেছে। প্রবাসীরা বিদেশ থেকে যে টাকা পাঠাবেন তা এ কার্ডে স্বযংক্রিয়ভাবে জমা হবে।

এ কার্ডের মাধ্যমে ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তোলাসহ দোকানে এটি ব্যবহার করে কেনাকাটাও করা যাবে। পাশাপাশি গ্রাহক একার্ডের মাধ্যমে বিল পরিশোধ করতে পারবেন।

শনিবার বিকেলে রাজধানীর হোটেল শেরাটনে ইসলামী ব্যাংকের প্রবাসী গ্রাহক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এ কার্ডের  উন্মোচন করা হয়। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আবু নাসের আবদুজ জাহের এতে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এএইচএম মুস্তফা কামাল(লোটাস কামাল), বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক জালাল আহমেদ, বায়রার সাবেক সভাপতি ও সাবেক সাংসদ মোশারফ হোসেন প্রমূখ।

বাংলাদেশ সময়: ২১৪৫ঘণ্টা, জুলাই ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।