ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

তৈরি পোশাক শ্রমিকদের ২৫ ভাগই সুবিধা বঞ্চিত

মুরসালিন হক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০১০

ঢাকা: সরকার নির্ধারিত মজুরি না দিয়ে বঞ্চিত করা, মাত্রাতিরিক্ত অবহেলা, একশ্রেণীর মালিকের দুর্ব্যবহার, ভাড়াটে সন্ত্রাসী দিয়ে নির্যাতনের কারণেই পোশাক তৈরি বিভাগে নানা অরাজকতা সৃষ্টি হয়েছে। শ্রম মন্ত্রণালয়, বিজিএমইএ ও বিকেএমইএ’র যৌথ তদন্তে এসব তথ্য বেরিয়ে এসেছে।



সম্প্রতি ঢাকা, সাভার, আশুলিয়া, টঙ্গী-গাজীপুর ও নারায়ণগঞ্জ এলাকায় পোশাক শ্রমিকদের সৃষ্ট অস্থিরতায় ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ অনুসন্ধানে এ যৌথ তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত প্রতিবেদনের সুপারিশের আলোকে এ যৌথ কমিটি পোশাক কারখানার বিশৃঙ্খলা নিরসন ও কর্মীদের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিচ্ছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক কমিটির একজন সদস্য জানিয়েছেন। সূত্রটি আরো জানায়, আগামী ২৮ জুলাই এ সংক্রান্ত সব ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশৃঙ্খল পরিবেশের কারণ উদঘাটনে সরকারি অনুসন্ধানে দেখা যায়, দেশের পোশাক শিল্প শ্রমিকদের মোট ২৫ শতাংশ সুবিধা বঞ্চিত। এজন্য তুচ্ছ কারণে বিক্ষুব্ধ হয়ে ওঠে দেশের শ্রমিকরা। এ বিশৃঙ্খল পরিস্থিতির জন্য মালিক এবং শ্রমিক একে অপরকে দোষারোপ করে যাচ্ছেন।

পোশাক শ্রমিক অসন্তোষের পেছনে কয়েকটি কারণ চিহ্নিত করা হয়েছে। শ্রমিকদের অভিযোগ অনুযায়ী চিহ্নিত কারণগুলো হলো ন্যূনতম মজুরি নিশ্চিত না করা, যথাসময়ে বেতন পরিশোধ না করা, ভাড়াটে সন্ত্রাসী দিয়ে শ্রমিক নির্যাতন, ওভারটাইমের টাকা আত্মসাৎ, মালিক পক্ষ ও কর্মকর্তা কর্তৃক শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার প্রভৃতি।

দেশের তৈরি পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষ আর সংঘাতের কারণ খুঁজতে গিয়ে প্রায় ২ হাজার কারখানায় জরিপ চালানো হয়। তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও শ্রম মন্ত্রণালয় আলাদা ভাবে এ জরিপ পরিচালনা করেন।

বিজিএমইএ’র হিসাবে ১৩শ’ ৬৫টি কারখানার শতভাগ শ্রমিক সরকারের বেধে দেয়া ন্যূনতম মজুরি পাচ্ছেন। আর নিয়মিতভাবে এ বেতন পাচ্ছেন দেশের মোট শ্রমিকের ৮৫ শতাংশ। আর বিকেএমইএ’র হিসাবে ১৭০টি কারখানার ৮৬.৮৮ শতাংশ শ্রমিক ন্যূনতম মজুরি পাচ্ছেন।

অন্যদিকে শ্রম মন্ত্রণালয়ের অধীনে ২৫৮টি তৈরি পোশাক শিল্প কারখানায় জরিপ চালিয়ে দেখা যায় ৭১ শতাংশ শ্রমিক ন্যূনতম মজুরি পাচ্ছেন।

ঢাকার কাচপুর, টঙ্গি, আশুলিয়া, সাভার ছাড়াও মিরপুর, তেজগাঁও, মালিবাগ, কুড়িল, উত্তরা ও যাত্রাবাড়ী এলাকায় শ্রমিক অসন্তোষ তুলনামূলকভাবে বেশি হয়।

সম্প্রতি তৈরি পোশাক শিল্প কারখানার কর্মপরিবেশ মূল্যায়ন কমিটির এক বৈঠকের বলা হয়, দেশের তৈরি পোশাক কারখানা শ্রমিকদের প্রায় ২৫ ভাগই যথাযথ সুযোগ সুবিধা পান না।

বাংলাদেশ সময় : ১৬৪০ ঘন্টা, জুলাই ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।