ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

তৈরি পোশাক শিল্প দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার: বিজিএমইএ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৪ ঘণ্টা, জুলাই ২২, ২০১০
তৈরি পোশাক শিল্প দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার: বিজিএমইএ

ঢাকা: বাংলাদেশের প্রধান রপ্তানিখাত পোশাক শিল্প দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার বলে মনে করে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।  

বিভিন্ন দেশের সংবাদমাধ্যমের ঢাকাস্থ প্রতিনিধিদের সংগঠন ‘ওকাব’ নেতৃবৃন্দের সঙ্গে বৃহস্পতিবার মতবিনিময় অনুষ্ঠানে বিজিএমএইএ-এর ভারপ্রাপ্ত সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এই ষড়যন্ত্রের কথা উল্লেখ করেন।



তিনি বলেন, ‘আন্তর্জাতিক গণমাধ্যমে নেতিবাচক সংবাদ পরিবেশনের ফলে দেশের দ্রুত বর্ধনশীল এই খাত হুমকির মুখে পড়ছে’।

সভায় ওকাব প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এর ভারপ্রাপ্ত সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আমীর খসরু।    

ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকায় সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনের কথা উল্লেখ করে বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি বলেন, ‘এসব প্রতিবেদন বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট করছে। ’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের পোশাক শিল্প এখন শিশুশ্রম মুক্ত। ’

তিনি জানান, আন্তর্জাতিক এসব অপপ্রচার ছাড়াও বাংলাদেশের তৈরি পোশাক শিল্প এখন দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে সমস্যায় পড়েছে। বিদুৎ ও গ্যাস সংকটের কারণে ঘণ্টার পর ঘণ্টা উৎপাদন বন্ধ থাকছে। এর ফলে সময়মতো পণ্য আমদানিকারকদের হাতে পৌঁছানো যায়না।

শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘প্রশিক্ষিত কর্মীর অভাবে তৈরি পোশাক শিল্প কারখানার ২০ শতাংশ ক্ষমতা ব্যবহার করা যাচ্ছেনা। এটিও একটি সমস্যা। ’

দ্রুত পণ্য রপ্তানির সুবিধার্থে চট্টগ্রাম বন্দরের গতিশীলতা আরো বাড়ানোর ওপর জোর দেন বিজিএমইএ নেতৃবৃন্দ।  

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএ-এর ভাইস প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান ও ফারুক হাসান।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ২২ জুলাই ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।