ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

২৮ জুলাই শুরু হচ্ছে ১১তম টেক্সটেক এক্সপো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, জুলাই ২১, ২০১০
২৮ জুলাই শুরু হচ্ছে ১১তম টেক্সটেক এক্সপো

ঢাকা: রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৮ জুলাই শুরু হচ্ছে ১১তম টেক্সটেক বাংলাদেশ ২০১০ ইন্টারন্যাশনাল এক্সপো। বানিজ্যমন্ত্রী ফারুক খান প্রদর্শনীর উদ্বোধন করবেন।



তৈরি পোশাক শিল্পে ব্যবহৃত নতুন প্রযুক্তি ও উপকরণের সঙ্গে দেশের পোশাক শিল্প মালিকদের পরিচয় করিয়ে দিতেই আয়োজন করা হয়েছে চারদিনের এই আন্তর্জাতিক প্রদর্শনী।

সেমস বাংলাদেশ এর সহযোগিতায় সেমস কনফারেন্স এন্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লি: এই প্রদর্শনীর আয়োজন করছে।

প্রদর্শনীতে ২৬টি দেশের ৪শ’ প্রতিষ্ঠানের সাড়ে ৭শ’ স্টল থাকবে। প্রতিদিন সকাল ১০:৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭:৩০ পর্যন্ত প্রদর্শনী চলবে।

জাতীয় প্রেসকাবে বুধবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে আয়োজক সেমস’র এর পরিচালক এস এস সারওয়ার জানান, দেশের তৈরি পোশাক শিল্প মালিকদের নতুন প্রযুক্তি ও উপকরণের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

আগামীতে সিঙ্গাপুরে এধরনের দু’টি প্রদর্শনীর আয়োজন করা হবে বলে জানান তিনি।

লিখিত বক্তব্য পাঠ করেন সেমস-এর প্রেসিডেন্ট মেহেরুন নাহার ইসলাম। এসময় প্রতিষ্ঠানের মার্কেটিং ও জনসংযোগ প্রধান মইন উদ্দীন ও মার্কেটিং বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, জুলাই ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad